ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগে মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ‘ইনকিলাব মঞ্চ’ এবং ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’র আয়োজনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
বোনের বাড়িতে বেড়াতে এসে নির্যাতনের শিকার শিশু আছিয়া বৃহস্পতিবার দুপুর একটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়েছিল।
আজ বিকালে আছিয়ার মরদেহ হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে নিয়ে যাওয়ার পর শহরের নোমানী ময়দানে তার নামাজে জানাজা হয়। পরে বাদ মাগরিব তার লাশ শ্রীপুর সোনাইকুণ্ডী গ্রামের কবরস্থানে দাফন করা হয়।