ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ায় প্রবাসী মুসলমানদের সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে বার্ষিক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার( ৯ মার্চ) সন্ধ্যায় মিন্টুস্থ ইনডোর স্পোর্টস সেন্টারে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।
সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসারের সভাপতিত্বে খতিব হাফেজ আবদুল হাদী তানভীর পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন। প্রায় আড়াই হাজার ধর্মপ্রাণ মুসলমান এ বছরের ইফতারে অংশ নেয় বলে জানিয়েছে আয়োজক কমিটি।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খান মুন ইফতার অনুষ্ঠানে সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য উপস্থিত মুসল্লিদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লাউন্ড ও সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসার শুভেচ্ছা বক্তব্য রাখেন। কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর আশিকুর রহমান, কাউন্সিলর মিসেস এলিজা আজাদ রহমান টুম্পা সহ অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের বার্ষিক ইফতার মাহফিলে সিডনির দূর-দূরান্ত থেকে আসা বহু গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।