ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে ২৩ কেজি গাঁজা জব্দসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, লালমনিরহাটের খোচাবাড়ী এলাকার হানিফ (৩০), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের ছামিউল হক (৩২) ও লিমন ইসলাম (২০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় গাইবান্ধা পৌরসভার স্টেশন রোড সাকিনস্থ সোহাগ বোডিং নামক আবাসিক হোটেল তল্লাশি করা হয়। এতে ১৭ নম্বর রুম থেকে সাড়ে ২৩ গাঁজা জব্দসহ ওই কারবারিদের গ্রেফতার করা হয়।
ক্যাম্পটির ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ নাঈম বলেন, মাদকের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।