ধর্ষকদের শাস্তি দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দেয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রী ও চালকরা।

 

এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার বোনের কান্না আর নয়’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘খুনি কেন বাহিরে, ইনটেরিম জবাব চাই’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভে অংশ নেন কুমিল্লা সরকারি কলেজ, লালমাই সরকারি কলেজ ও সিসিএন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন স্থানে বহু ধর্ষণের ঘটনা ঘটছে। অনেক সময় আত্মসম্মানের ভয়ে ভুক্তভোগীর পরিবার ধর্ষণের ঘটনা সামনে আনছে না।

শুধু তাই নয়, টাকা-পয়সা ও হুমকি-ধমকি দিয়ে মামলা থেকে ভুক্তভোগী পরিবারকে বিরত রাখার ঘটনাও ঘটছে। ফলে পার পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা। এ ছাড়া সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার ঘটছে এসব ঘটনা। আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি হলে কেউ ধর্ষণের মতো জঘন্য কাজ করতে সাহস পেত না। আমরা চাই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যেন কেউ আর এমন ন্যাক্কারজনক কাজ করতে না পারে।

 

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ধর্ষণের প্রতিবাদ জানিয়ে সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা অবরোধ উঠিয়ে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের

» ইফতারে স্যালাইন পান করা কি নিরাপদ

» কয়েকদিনের মধ্যেই পাঠ্যবই বিতরণ শেষ হবে: ডেপুটি প্রেস সচিব

» রাখাল রাহাকে অনেক ছাড় হয়ে গেছে, আর নয়: সারজিস

» অসাধু ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করতে হবে : গোলাম পরওয়ার

» শ্যামলীর রাস্তায় নারীদের পেটানো সেই রাসেল গ্রেপ্তার

» দ্রুতবিচার ও সংস্কারের রোডম্যাপ তৈরি করতে হবে: নাহিদ ইসলাম

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫৫৭ মামলা

» প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী

» নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ধর্ষকদের শাস্তি দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দেয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রী ও চালকরা।

 

এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার বোনের কান্না আর নয়’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘খুনি কেন বাহিরে, ইনটেরিম জবাব চাই’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভে অংশ নেন কুমিল্লা সরকারি কলেজ, লালমাই সরকারি কলেজ ও সিসিএন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন স্থানে বহু ধর্ষণের ঘটনা ঘটছে। অনেক সময় আত্মসম্মানের ভয়ে ভুক্তভোগীর পরিবার ধর্ষণের ঘটনা সামনে আনছে না।

শুধু তাই নয়, টাকা-পয়সা ও হুমকি-ধমকি দিয়ে মামলা থেকে ভুক্তভোগী পরিবারকে বিরত রাখার ঘটনাও ঘটছে। ফলে পার পেয়ে যাচ্ছেন অভিযুক্তরা। এ ছাড়া সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার ঘটছে এসব ঘটনা। আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি হলে কেউ ধর্ষণের মতো জঘন্য কাজ করতে সাহস পেত না। আমরা চাই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যেন কেউ আর এমন ন্যাক্কারজনক কাজ করতে না পারে।

 

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ধর্ষণের প্রতিবাদ জানিয়ে সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা অবরোধ উঠিয়ে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com