ফাইভ ছবি
ডেস্ক রিপোর্ট : যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে স্বামীর পিটুনীতে রোকসানা বেগম (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী রাকিবুল ইসলাম সিজার (৪৫) পলাতক রয়েছেন। আজ সকাল ৮টার দিকে নারায়ণপুর গ্রামের সিজারের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রোকসানা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, সিজার নির্মাণ শ্রমিক হিসেবে দেশের বিভিন্ন জেলায় কাজ করেন। তার প্রথম স্ত্রী ঢাকায় এবং দ্বিতীয় স্ত্রী চৌগাছার নারায়ণপুর গ্রামের বাড়িতে থাকেন। চৌগাছার বাড়িতে প্রথম স্ত্রীর একটি মেয়ে সন্তানও থাকে। প্রথম স্ত্রী ঢাকা থেকে বিভিন্ন খাবার-দাবার নিয়ে মাঝে মধ্যে চৌগাছায় আসতেন মেয়েকে দেখার জন্য। বিষয়টি নিয়ে প্রথম স্ত্রী রোকসানার সাথে প্রায়ই ঝগড়া হতো সিজারের। সোমবার সকালেও তাদের দুজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে সিজার পাশে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে রোকসানার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঝগড়ার এক পর্যায়ে সিজার বাঁশ দিয়ে রোকসানার মাথা ও পিঠে আঘাত করলে ঘটনাস্থলে রোকসানার মৃত্যু হয়। এরপর মরদেহ ফেলে রেখে সিজার পালিয়ে যান। ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। সিজারকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।