ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় নারী সহকর্মীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভের সাত ঘণ্টা পর পুলিশকে আলটিমেটাম দিয়ে অবরোধ কর্মসূচি তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। এতে যান চলাচল শুরু হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের ধরে শাস্তির ব্যবস্থা ও ক্ষতিপূরণ দেবায় শর্তে এ অবরোধ কর্মসূচি তুলে নেন বিক্ষুব্ধরা।
এদিন সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক নিহত হন। এ সময় আহত হন সুমাইয়া আক্তার নামে আরেক পোশাক শ্রমিক। আহতকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। স্থবির হয়ে পড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েও।