ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন রামে এক হেলপার নিহত হয়েছেন। নিহত সাদ্দাম হোসেনের বাড়ি রাজশাহীতে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আজ সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, সকাল ৬টার দিকে দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল সংলগ্ন পাকা রাস্তায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজ মেট্রো-ট-১১-০৩১৪ ট্রাকের হেলপার সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাক থেকে মরদেহ বের করে এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।