ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের টাউনসভিল শহরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।
শনিবার (৮ মার্চ) বিখ্যাত রস নদীর তীরে অবস্থিত মনোরম রিভারসাইড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে কমিউনিটির সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও তাদের পরিবারসহ শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
ইফতারীর শুরুতে সবার মঙ্গল, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ব ও বরকত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই নিজস্ব উদ্যোগে হরেক রকম দেশীয় আমেজের সুস্বাদু ও মজাদার ইফতার তৈরি করে পরিবেশন করেন। ইফতার পরবর্তী নামাজের পর সবাই বাংলাদেশের ঐতিহ্যবাহী সুস্বাদু মোরগ পোলাও দিয়ে নৈশভোজ উপভোগ করেন।
আয়োজক কমিটি ভবিষ্যতেও এমন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত কমিউনিটির সকল সদস্যকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। সূএ : বাংলাদেশ প্রতিদিন