ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার মাগুরার শিশু আছিয়া ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একদিকে হাসপাতালে তার চিকিৎসা চলছে, অন্যদিকে অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিবাদ শুরু করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এমন পরিস্থিতিতে শিশুটির পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আছিয়ার মাকে ফোন করে তার চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
আজ দুপুরে আছিয়ার মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন তারেক রহমান। এসময় তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি সব ধরণের সহায়তার আশ্বাস দেন তিনি।
জানা গেছে, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের শিশু আছিয়া রমজান ও ঈদের ছুটিতে বেড়াতে আসে মাগুরা সদরের নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে আপন বড় বোনের বাড়িতে। সেখানেই বৃহস্পতিবার (৬ মার্চ) আপন বোনের শ্বশুর হিটু শেখ দ্বারা ধর্ষণের শিকার হয় অবুঝ শিশুটি। এই ঘটনার সঙ্গে জড়িত শিশুটির দুলাভাই নিজেও।
আছিয়ার বড় বোনের ভাষ্য, তার স্বামী সজিব হোসেনও জড়িত এই ধর্ষণকাণ্ডে। এমনকি সে নিজেই দরজা খুলে দিয়ে তার বাবাকে ঘরে ঢুকতে সাহায্য করেছে বলেও জানায় শিশুটির বড় বোন। এর আগে একাধিকবার তাকেও ধর্ষণের চেষ্টা করেছে শ্বশুর হিটু শেখ।