শাহনাজ পারভীন মিতা :
কষ্ট কি কষ্ট চায়
যেখানে চিতা সেখানেই প্রেম,
লেলিহান শিখা নিকষিত হেম ।
পতঙ্গ ছুটে আগুনের পানে
ভাঙা মন তুমি খোঁজো কাহাকে!
ভেঙে চুড়চুড় ওই শিমুলের ফুল
উড়ছে বাতাসে অবিরত
কে তুমি শয্যা পাতো!
এই আমাতেই সুর সাধো।
অপার নিস্তব্ধতা সমাধির পরে
গোলাপি ফ্লেমিংগো নীল আকাশে ওড়ে,
গহন বৃষ্টির সুর সে শুধু শোনে
তোমার কান্নার প্রতিধ্বনি যখন নীল গগনে।
Facebook Comments Box