ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : নেত্রকোনার দুর্গাপুরে একটি গরুর খামারের পাহারাদারকে হত্যা করে ৭টি গরু লুট করেছে ডাকাত দল। শ্যামগঞ্জ-দুর্গাপুর সীমান্ত সড়কে দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা এলাকায় মাহবুবুল হকের খামারে, বৃহস্পতিবার ভোররাতে এই ডাকাতির ঘটনা ঘটে।
এসময় খামারের ৬৫ বছর বয়সী পাহারাদার, জয়নাল মিয়াকে নৃশংসভাবে হত্যা করে, তার হাত-মুখ বেঁধে, পিলারের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় ডাকাত দল। খামারে থাকা মোট ১১টি গরুর মধ্যে ৭টি গরুই নিয়ে গেছে তারা।
সকালে স্থানীয়রা এসে জয়নাল মিয়াকে পিলারের সঙ্গে বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন।
এদিকে, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পাহারাদার হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে ডাকাতির প্রসঙ্গে বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন, “পাহারাদার জয়নাল মিয়াকে হত্যা করে বেঁধে রাখা হয়েছে। তবে ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”