প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন বাংলাদেশ নারী দলের ব্যাটাররা। সেই সুবাদে বিশ্বকাপে প্রথম জয়ের দেখাও পেয়েছে টাইগ্রেসরা। এবার সেটার পুরস্কারও পেলেন পিংকি-জ্যোতিরা। আইসিসির ব্যাটিং র্যাঙ্কিংয়ের এগিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা।
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ দল। প্রথমপর্বের খেলায় নিজেদের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকান মেয়েদের বিপক্ষে হারার পর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষেও জেতা হয়নি নিগার সুলতানা জ্যোতিদের।
তবে ম্যাচ না জিততে পারলেও ব্যাট হাতে দ্যুতি ঠিকই ছড়িয়েছেন বাংলাদেশ দলের ব্যাটাররা। সেই সুবাদে র্যাঙ্কিংয়ে এগোলেন তারা। বিশ্বকাপে ব্যাক টু ব্যাক ফিফটি করে ব্যাটিং রাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন ফারজানা পিংকি। উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ২২ নম্বরে। এখন তার রেটিং পয়েন্ট ৫৩১।
এদিকে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়েছেন টাইগ্রেস দলনেতা নিগার সুলতানা জ্যোতি। তিনি অবস্থান করছেন ৫৩ নম্বরে। এছাড়া ৫ ধাপ এগিয়ে উঠেছেন ৬৯ নম্বরে সালমা, ১ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে ওপেনার রয়েছেন শারমিন আক্তার সুপ্তা।