ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : আবারও সিরিয়ায় বিমান হামলা চালাল দখলদার ইসরায়েল।
সোমবার দেশটির ভূমধ্যসাগরীয় বন্দর নগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশটি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্মস্থান কারদাহা এলাকায় পূর্ববর্তী সিরিয়ার সরকারের অস্ত্র মজুদ থাকা একটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, তারতুস শহরের আশেপাশে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এতে আরও বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা এবং বিশেষায়িত দলগুলো লক্ষ্যবস্তুগুলোর অবস্থান নিশ্চিত করার জন্য কাজ করছে।
গত বছরের ডিসেম্বর মাসে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েল দেশটির সামরিক সম্পদ লক্ষ্য করে শতাধিক বিমান হামলা চালায়।
গত মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ সিরিয়ায় অস্ত্র ধারণকারী সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই এলাকাটিকে বেসামরিকীকরণের আহ্বান জানানোর কয়েকদিন পর এই হামলা চালানো হয়। সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি