ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখেন তারা। এসময় অবরোধে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ওই সড়কে চলাচলরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শিল্প পুলিশ জানায়, বিভিন্ন দাবিতে সকাল ১০টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের উলাইল এলাকা অবরোধ করে রাখেন নামা গেন্ডা এলাকার একটি সোয়েটার কারখানার শ্রমিকরা। অবরোধে যোগ দেন কারখানাটির প্রায় তিন হাজার শ্রমিক। শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে মালিকপক্ষ বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে দেখা করবে এমন আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, বেতন-ভাতা ছাড়াও গত তিন মাসের (ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারি) ওভারটাইম ডিউটির টাকা তারা এখনো পাননি। বকেয়া পরিশোধের জন্য কয়েক দফা সময় দিয়েও মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। গতকাল রবিবার ইফতারের পর শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও ইফতারের পর শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানা থেকে বেরিয়ে যায় মালিকপক্ষ। সকালে কারখানার তালা বন্ধ পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।
কারখানার শ্রমিক রুমা আক্তার বলেন, মালিকপক্ষ বহুবার টাকা পরিশোধের আশ্বাস দিলেও তারা কথা রাখেনি। টাকাতো দেয়নি উল্টো মালিকপক্ষ তালা লাগিয়ে পালিয়ে গেছে। আমাদের দাবি আদায়ের জন্যই আমরা বিক্ষোভ করছি।
সাভার শিল্প পুলিশ সুপার মমিনুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে দুইটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে হতে না পারে সেই লক্ষ্যে পুলিশ প্রস্তুত ছিল। পরে সেনাবাহিনীর আশ্বাসের ভিত্তিতে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান।
এদিকে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং তিন মাসের ওভারটাইম ডিউটির পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।