ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলী (৩৮) গ্রেপ্তার হয়েছেন। তিনি শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম চেরাগ আলী।
রোববার সন্ধ্যা ৭টার দিকে শান্তিগঞ্জ থানাধীন পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মর্তুজ আলী দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইনে মামলাসহ একাধিক অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের আগেও তিনি একটি ডাকাতির পরিকল্পনা করছিলেন বলে পুলিশ ধারণা করছে।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মর্তুজ আলীর বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।