শাহনাজ পারভীন মিতা :
মন ভাঙে বাউলের সুর
মা দুর্গার পদতলে অসুর,
জলের গভীরে পাহাড়ের চূড়া
গজলের সুরে সাকী ও সুরা।
নীড়হারা পাখি তীরভাঙ্গা ঢেউ
নৈশব্দের বুকে শব্দ আঁকে কেউ,
সাগর তিমিরে গভীর নিনাদ
মন শুধু মন ছুঁয়ে যায় অপবাদ ।
একজনমে কত হাহাকার লড়াই
কে তুমি করো অহমিকার বড়াই,
বিলুপ্ত মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা
কোথায় হারায় জীবনের ব্যস্ততা।
নীড় খোঁজে পাখি ভাাঙা মন
শূন্যে যে ঘর কোথায় স্বজন ।
Facebook Comments Box