ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রোজার প্রথম দিনই ঢাকার কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল সাড়ে ১১টার কারওয়ান বাজারের কিচেন মার্কেট থেকে অভিযান শুরু হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।