ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : পবিত্র কাবা শরীফে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের তারাবির নামাজের প্রস্তুতি চলছে। গতকাল বৃহস্পতিবার কাবার আশপাশের অবকাঠামোর ছাদে নতুন সবুজ কার্পেট বিছানো হয়েছে, যেখানে বসে নামাজ আদায় করবেন মুসল্লিরা। মক্কা ও মদিনা শরীফ ভিত্তিক দুই পবিত্র মসজিদবিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইনে’ প্রকাশিত ছবিতে দেখা যায়, সবুজ কার্পেটে মোড়ানো হয়েছে কাবা চত্বর।
এদিকে আজ সৌদিতে রমজানের চাঁদ দেখা হবে। সাধারণ মানুষকে ইতোমধ্যে দেশটির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।
এর আগে সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, জ্যোতির্বিজ্ঞান অনুসারে আজ সন্ধ্যায় সৌদিতে রমজানের চাঁদ দেখা যেতে পারে। ফলে আগামীকাল ১ মার্চ দেশটিতে রোজা শুরু হবে।
তিনি আরও জানান, এ বছর রমজান ২৯ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ৩০ মার্চ সৌদিতে ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে চাঁদ দেখা নিয়ে চূড়ান্ত ঘোষণা দেবে দেশটির সুপ্রিম কোর্ট।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন