ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে অবস্থিত কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রথমে ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও দুটি করে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং রাত ৩টা ২৭ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। এছাড়া, আগুনের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানানো হয়নি। সূএ : ঢাকা মেইল ডটকম