ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চাপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার বারঘরিয়ায় সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশিদ ও বাজার করতে আসা শারমিন নামে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন।
বাকি আহতরা হলেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের শিহাব, রহমত, নাজমুল ও সাকিব।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বারঘরিয়া বাজারে ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় আমপাশে আতঙক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট ছেড়ে অনেকেই দিকবিদিক ছুটোছুটি শুরু করেন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইউপি চেয়ারম্যানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং অন্যদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে হারুন ছাড়া সকলেই বাজার করতে এসেছিলেন।
স্থানীয়রা জানান, রাকিব নামে স্থানীয় একজনের সাথে বারঘরিয়ার ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ হারুনের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আজ রাতে হারুন চেয়ারম্যান বারঘরিয়া বাজারে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় রাকিবসহ কয়েকজন তাকে লক্ষ্য করে সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ এসময় হারুনসহ ছয়জন আহত হন। একপর্যায়ে হারুন চেয়ারম্যানকে পিটিয়ে তার বাম হাত ভেঙে দেওয়া হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াই’শ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং হারুন চেয়ারম্যানকে রাজশাহীতে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন।
সদর থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।