ফাইল ছবি
অনলাইন ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার নেপালের কাঠমান্ডুর উত্তরে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
তিব্বতের সীমান্ত বরাবর হিমালয় পর্বতমালার কাছে নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরব কুণ্ডের কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পের তীব্রতা ৫.৬ এবং গভীরতা ১০ কিলোমিটার (৬.২১ মাইল) বলেছে, যেখানে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ৫.৫ মাত্রার বলেছে।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সিন্ধুপালচোকের জেলা গভর্নর কিরণ থাপা বলেন, ভূমিকম্পের পর দৌড়াতে গিয়ে জেলা কারাগারের এক বন্দীর হাত ভেঙে যায় এবং তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। কোদারিতে একটি পুলিশ পোস্ট ভবনে ছোটখাটো ফাটল দেখা দিয়েছে।
সিন্ধুপালচক জেলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণেশ নেপালি রয়টার্সকে বলেন, এটা আমাদের ঘুম থেকে প্রচণ্ডভাবে নাড়িয়ে দিয়েছে। আমরা আমাদের বাড়ি থেকে দ্রুত বেরিয়ে এসেছি। লোকেরা এখন ঘরে ফিরে এসেছে। আমরা এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাইনি। সূত্র: রয়টার্স