নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে শিমুল ইসলাম (১৮) নামের এক যুবককে আটক করা হয়। আটককৃত শিমুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার হলুদবাড়ীয়া এলাকার সেন্টু আলীর ছেলে। জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইস্রাফিল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালিত হয়।
কুষ্টিয়া গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ মোরাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শিমুল ইসলামকে ৭৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিবি পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
Facebook Comments Box