ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সম্প্রতি পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলাম তার ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ সম্পর্কিত বিস্তারিত হিসাব জনগণের কাছে প্রকাশ করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া দুই পাতার ব্যাংক স্টেটমেন্টে এই হিসাব তুলে ধরেন তিনি।
তিনি জানিয়েছেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট ২০২৪ তারিখে উপদেষ্টা পদে যোগদানের জন্য সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলেন। সেই অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের হিসাব প্রকাশ করেন তিনি।
নাহিদ ইসলাম জানান, ওই ব্যাংক অ্যাকাউন্টে মোট ১০ লাখ ৬ হাজার ৮৮৬ টাকা জমা হয়েছে এবং মোট ৯ লাখ ৯৬ হাজার ১৮৮ টাকা উত্তোলিত হয়েছে।
তিনি আরও জানান, সোনালী ব্যাংকের এই একমাত্র অ্যাকাউন্ট ছাড়া তার আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।
এছাড়া, নাহিদ ইসলাম তার বা তার পরিবারের (স্ত্রী, মা, বাবা) নামে বাংলাদেশে কোনো জমি বা ফ্ল্যাট কেনা হয়নি বলেও জানান।
তিনি আরও বলেন, তার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশে ৩৬ হাজার ২৮ টাকা রয়েছে। তার একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর উনার নামে বা পরিবারের (স্ত্রী, মা, বাবা) কোনো সম্পত্তি কেনা হয়নি।
নাহিদ ইসলাম তার ব্যক্তিগত কর্মকর্তাদেরও সম্পদের স্বচ্ছ হিসাব দিয়েছেন এবং প্রয়োজনে সেই হিসাব উন্মুক্ত করার কথা জানিয়েছেন। তিনি বলেন, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী বাংলাদেশের যেকোনো সরকারি দফতর থেকে ওই তথ্য যাচাই করা সম্ভব। সূএ:ঢাকা মেইল ডটকম