ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কের রামুর হিমছড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন ও ১০ হাজার ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ৬ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উম্মে সালমা নেতৃত্বে এই অভিযান
চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম টঙ্গী হাজীনগর এলাকার নজরুল ইসলাম ইসলামের স্ত্রী মিনারা আক্তার (২৫) ও একই এলাকার মো: আরিফের স্ত্রী লায়লী (৩২)।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এক প্রেসবার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই মাদককারবারি নারী মাদক বেচাকেনার উদ্দেশ্যে হিমছড়ি এলাকায় অবস্থান খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় দুই নারী মাদককারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ তায়রিফুল ইসলাম বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেছেন।