ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা সম্মান করে কথা বলতে জানি, কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দেব। অনুগ্রহ করে দেশের চলমান রাজনীতিতে সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্ব করবেন না।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কর্মজীবী দল আয়োজিত ‘রমজানের আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
ফারুক বলেন, যেটুকু দরকার ততটুকু সংস্কার করেন, একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। বিলম্ব নয়, এতে ক্ষতি। অবিশ্বাস আর অবহেলা কিন্তু ভালোবাসা থাকে না। আমাদেরকে যদি অবিশ্বাস করেন ক্ষতি জনগণের হবে, বিএনপির ক্ষতি এরশাদ করতে পারেনি, হাসিনা করতে পারেনি, ইনশাআল্লাহ কেউ করতে পারবে না।
বিএনপির সাবেক এই চিফ হুইপ বলেন, ড. ইউনূস (প্রধান উপদেষ্টা) আপনি পৃথিবীর সম্মানীয় ব্যক্তি, আমাদের সম্মান বৃদ্ধি করেছেন, আপনাকে কখনো অপদস্থ করতে দেব না। কারণ আপনি যদি সত্যিকার অর্থে আমাদের কথা, জনগণের কথা বুঝে থাকেন অনুগ্রহ করে, সংস্কার সংস্কার চলুক কিন্তু এমন এমন সংস্কারের নামে বিলম্ব করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করবেন না। এটা বুঝতে যদি আপনার দেরি হয় তাহলে আপনার প্রতি জনগণের আস্থা উঠে যাবার সম্ভাবনা সৃষ্টি হবে।
বাংলাদেশ কর্মজীবী দলের সভাপতি মো. সালাহ উদ্দিন খান পিপিএম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদারের সঞ্চালনায় বক্তব্য দেন— বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরন প্রমুখ।