ফাইল ছবি
অনলাইন ডেস্ক : সিলেটে এক ছাগল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে রাতের আঁধারে তাকে খুন করার অভিযোগ উঠেছে।
আজ দুপুরে জালালাবাদ থানার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতেহপুরের পীরেরগাঁও নামক গ্রামের এক ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সমর আলী (৬৫) একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালখা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ছাগল ব্যাপারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) সন্ধ্যা বেলা স্থানীয় পীরেরগাঁও মসজিদে মাগরিবের নামাজ পড়েন সমর আলী। তারপর তিনি ব্যবসায়ীক কাজে বের হন। এসময় তার সাথে ছাগল বিক্রির ৩৫ হাজার টাকা ছিল। পথিমধ্যে কে বা কারা তার উপর হামলা চালিয়ে খুন করে টাকা নিয়ে পালিয়ে যায়। বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যায় পুলিশ।
জালালাবাদ থানার উপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার দে বলেন, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানো হবে। নিহতের ডান কাঁধে জখম রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত জানা যাবে।