ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কামাল হোসেন (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের বিহারিনগর মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ মার্কেটের ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেন নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁর ধামইরহাট-পত্নীতলা সড়কের বিহারীনগর মোড়ে জয়পুরহাটগামী একটি পিকনিকের বাসে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী কামাল হোসেন মারা যান। নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে।
ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মগে পাঠানো হবে।