ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় বেসামরিক লোকসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার বৃহত্তর খার্তুমের ওমদুরমানে সেনাবাহিনীর বৃহত্তম সামরিক কেন্দ্র ওয়াদি সেইদনা বিমান ঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে।
সামরিক সূত্র জানিয়েছে যে বিমান দুর্ঘটনাটি সম্ভবত কারিগরি কারণে ঘটেছে। নিহতদের মধ্যে মেজর জেনারেল বাহর আহমেদও রয়েছেন, যিনি খার্তুমের একজন সিনিয়র কমান্ডার ছিলেন। তিনি পুরো রাজধানী জুড়ে সেনাবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মঙ্গলবার সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, এই ঘটনায় বেশ কয়েকজন সামরিককর্মী এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিবৃতিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানকার বেশ কয়েকটি ঘরবাড়ির ক্ষতি হয়েছে।
উত্তর ওমদুরমানের বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যার ফলে আশেপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বিমানটি উত্তর সুদান থেকে দক্ষিণ দিকে উড়ে যাওয়ার সময় ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়।