ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাসে হাইকোর্টের বিচারকাজ পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজানে বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় আর শেষ হবে বিকেল সোয়া ৩টায়। এছাড়া অফিস সকাল সোয়া ৯টায় শুরু হয়ে চলবে সাড়ে ৩টা পর্যন্ত ।
আজ সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে। চলবে সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজে বিরতি। এছাড়া সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে অফিসের কার্যক্রম। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
এদিকে, এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।