সিডনির ক্যাম্পেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বইমেলা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গত ২২ ফেব্রুয়ারি (শনিবার) সিডনির ইঙ্গেলবার্নের হালিনান পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যাম্পেলটাউন বইমেলা ২৫ এর আয়োজন করা হয়। আয়োজনে ছিল সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অফ ক্যাম্বেলটাউন, মাল্টিকালটারাল কমিউনিটি কানেক্ট ও এ-বি স্ট্রিট লাইব্রেরি।

 

স্থপতি মনিরুজ্জামানের নকশায় মাতৃভাষা স্মৃতিসৌধের কাঠামো ও মিনিয়েচার মডেল তৈরি করেন কানিতা। অনুষ্ঠানের শুরুতে ছিল প্রভাতফেরি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। এতে অংশগ্রহণ করেন সিডনীর বাঙালি সংগঠনগুলো।

 

আশিক রহমান এ্যাশের তত্ত্বাবধানে প্রভাতফেরিতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আল ফয়সাল কলেজ, সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অফ ক্যাম্বেলটাউন, মাল্টিকালটারাল কমিউনিটি কানেক্ট,  এ-বি স্ট্রিট লাইব্রেরি, খোলা আকাশ, ড্রিম কি, পড়ুয়ার আসর, বাংলা পাঠশালা, বার্ডিয়াসহ অন্যান্য সংগঠন।

 

অনুষ্ঠান উদ্বোধন করেন ডঃ রফিকুল ইসলাম।আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন মেয়র ডার্সি লাউন্ড, এমপি আনুলাক চান্টিভং, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিকুর রহমান এ্যাশ, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর এলিজা আজাদ টুম্পা প্রমুখ। আলোচনায় অংশ নেন কায়সার আহমেদ।

 

এবারের এই বইমেলার স্মারকগ্রন্থটির নাম ছিল ধারা। এটি সম্পাদনা করেন কায়সার আহমেদ। প্রচ্ছদ করেছেন লরেন্স ব্যারেল। মেলায় বইয়ের ও খাবারের স্টলসহ মোট স্টল ছিল ১২টি। বই মেলায় আরিফুর রহমান ও আসমা আলম কাশফির বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

 

কিশোলয় কচিকাঁচা, বার্ডিয়া বাংলা পাঠশালা ও আল ফয়সাল কলেজ গান নাচ ও কবিতা পরিবেশন করে। অর্পিতা সোমস ড্যান্স একাডেমি ও মৌসুমি সাহার নৃত্যাঞ্জলি নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। কামাল পাশার পরিচালনায় কমিউনিটির বিভিন্ন ভাষার লেখকদের নিয়ে একটি গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠান মঞ্চে গান পরিবেশন করেন, বেগাইন নিউপেন, মারিয়া মুন, সামিহা রাশেদ, নাজ আহমেদ, নিলুফা ইয়াসমিন, রুমানা হক, ভবের হাট ( ফারিয়া, লুনিয়া), রোকসোনা বেগম, আনিসুর রহমান ও চারু গানের দল ( আয়শা কলি ও নামিদ ফারহান)। আবৃত্তি করেন মিলি ইসলাম, শহীদ খোকন, পলি ফরহাদ ও মাজনুন মিজান।

 

অনুষ্ঠানের প্রাইম স্পন্সর ছিল নিরালা হোল্ডিংস। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন মো. শফিকুল আলম, আশিকুর রহমান এ্যাশ, ডাঃ শাফিন রাশেদ ও কিশোয়ার কাকলি। শব্দ পরিচালনা, মঞ্চ ও স্টলগুলো সরবরাহ করেন সঞ্জয় টাবু। তবলায় ছিলেন বিজয় সাহা ও গীটারে বনফুল।

 

আলোকচিত্রী আশোক অধিকারী ছিলেন ফটোগ্রাফিতে। আয়োজক কমিটি আগামী বছর বইমেলার আয়োজনের ঘোষণা দিয়ে সন্ধ্যা ৮টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।  সূএ:বাংলাদেশ  প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আবারও বিচ্ছেদ শ্রাবন্তীর, যা বললেন রোশন সিং

» নিয়োগের ক্ষেত্রে আমার কাছে কেউ সুপারিশের আশায় আসবেন না:সারজিস আলম

» এর আগে শেখ হাসিনা দেশটার নাম দিয়েছিল ‘মুজিবল্যান্ড’: ইশরাক হোসেন

» চারুকলায় যেভাবে সাজানো হচ্ছে হাসিনাকে

» হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে আসা ছবি ডাউনলোড করলেই বিপদ!

» ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি নিয়ে আহমাদুল্লাহর ৫ নির্দেশনা

» নববর্ষের দিন বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

» কমেছে মুরগির দাম, মাছের বাজার চড়া

» হোটেল থেকে নারীসহ আটক ১৫

» প্লাসটিক বিউটির ভিতরে প্লাসটিকের মন; ঐশ্বরিয়া প্রসঙ্গে বিবেক

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিডনির ক্যাম্পেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বইমেলা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গত ২২ ফেব্রুয়ারি (শনিবার) সিডনির ইঙ্গেলবার্নের হালিনান পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যাম্পেলটাউন বইমেলা ২৫ এর আয়োজন করা হয়। আয়োজনে ছিল সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অফ ক্যাম্বেলটাউন, মাল্টিকালটারাল কমিউনিটি কানেক্ট ও এ-বি স্ট্রিট লাইব্রেরি।

 

স্থপতি মনিরুজ্জামানের নকশায় মাতৃভাষা স্মৃতিসৌধের কাঠামো ও মিনিয়েচার মডেল তৈরি করেন কানিতা। অনুষ্ঠানের শুরুতে ছিল প্রভাতফেরি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। এতে অংশগ্রহণ করেন সিডনীর বাঙালি সংগঠনগুলো।

 

আশিক রহমান এ্যাশের তত্ত্বাবধানে প্রভাতফেরিতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আল ফয়সাল কলেজ, সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অফ ক্যাম্বেলটাউন, মাল্টিকালটারাল কমিউনিটি কানেক্ট,  এ-বি স্ট্রিট লাইব্রেরি, খোলা আকাশ, ড্রিম কি, পড়ুয়ার আসর, বাংলা পাঠশালা, বার্ডিয়াসহ অন্যান্য সংগঠন।

 

অনুষ্ঠান উদ্বোধন করেন ডঃ রফিকুল ইসলাম।আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন মেয়র ডার্সি লাউন্ড, এমপি আনুলাক চান্টিভং, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিকুর রহমান এ্যাশ, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর এলিজা আজাদ টুম্পা প্রমুখ। আলোচনায় অংশ নেন কায়সার আহমেদ।

 

এবারের এই বইমেলার স্মারকগ্রন্থটির নাম ছিল ধারা। এটি সম্পাদনা করেন কায়সার আহমেদ। প্রচ্ছদ করেছেন লরেন্স ব্যারেল। মেলায় বইয়ের ও খাবারের স্টলসহ মোট স্টল ছিল ১২টি। বই মেলায় আরিফুর রহমান ও আসমা আলম কাশফির বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

 

কিশোলয় কচিকাঁচা, বার্ডিয়া বাংলা পাঠশালা ও আল ফয়সাল কলেজ গান নাচ ও কবিতা পরিবেশন করে। অর্পিতা সোমস ড্যান্স একাডেমি ও মৌসুমি সাহার নৃত্যাঞ্জলি নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। কামাল পাশার পরিচালনায় কমিউনিটির বিভিন্ন ভাষার লেখকদের নিয়ে একটি গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠান মঞ্চে গান পরিবেশন করেন, বেগাইন নিউপেন, মারিয়া মুন, সামিহা রাশেদ, নাজ আহমেদ, নিলুফা ইয়াসমিন, রুমানা হক, ভবের হাট ( ফারিয়া, লুনিয়া), রোকসোনা বেগম, আনিসুর রহমান ও চারু গানের দল ( আয়শা কলি ও নামিদ ফারহান)। আবৃত্তি করেন মিলি ইসলাম, শহীদ খোকন, পলি ফরহাদ ও মাজনুন মিজান।

 

অনুষ্ঠানের প্রাইম স্পন্সর ছিল নিরালা হোল্ডিংস। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন মো. শফিকুল আলম, আশিকুর রহমান এ্যাশ, ডাঃ শাফিন রাশেদ ও কিশোয়ার কাকলি। শব্দ পরিচালনা, মঞ্চ ও স্টলগুলো সরবরাহ করেন সঞ্জয় টাবু। তবলায় ছিলেন বিজয় সাহা ও গীটারে বনফুল।

 

আলোকচিত্রী আশোক অধিকারী ছিলেন ফটোগ্রাফিতে। আয়োজক কমিটি আগামী বছর বইমেলার আয়োজনের ঘোষণা দিয়ে সন্ধ্যা ৮টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।  সূএ:বাংলাদেশ  প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com