ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ভাটারা এলাকা থেকে জাল নোট তৈরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ । এ সময় তাঁর কাছ থেকে ৩,৬৬,০০০/- ( তিন লক্ষ ছেষট্টি হাজার) টাকার জাল নোট জব্দ করা হয়। আজ সোমবার বিমানবন্দর থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে গত ২৩ ফেব্রুয়ারী বিকাল অনুমান ০৫.৩০ দিকে ভাটারা থানাধীন বসুন্ধরা রোডের দক্ষিণ পশ্চিম পাশে যমুনা প্লাজার সামনে এক অভিযান চালিয়ে মোঃ আল-আমিন (২৪)কে জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সর্বমোট ৩,৬৬,০০০/- ( তিন লক্ষ ছেষট্টি হাজার) টাকার জালনোট উদ্ধার উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাসলিমা আক্তার গণমাধ্যমকে বলেন, বিমানবন্দর থানার মামলা নং-১৮, এজাহার নামীয় আসামীর তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার এসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা চালিয়ে ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা রোডের দক্ষিণ পশ্চিম পাশে যমুনা প্লাজার সামনে থেকে উপরোক্ত মামলার ঘটনায় জড়িত আসামী মোঃ আল-আমিন (২৪)’কে গ্রেফতার করা হয় ।