বাংলাদেশে উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬

গাড়িপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দক্ষতা ও উদ্ভাবন সহ আরও অনেক কিছু

[ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫] বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিওয়াইডি বিলাসবহুল গাড়ির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে তাদের সিলায়ন লাইনআপের নতুন গাড়ি বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে নিয়ে এসেছে। উন্নত ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি হিসেবে এই বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশের অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।

 

এ উপলক্ষে আজ (২৩ ফেব্রুয়ারি) ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি শোরুমে এক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজনে অন্যন্য অতিথিদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এসময় অতিথিরা বিওয়াইডি সিলায়ন ৬-এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান; এবং প্রথম ক্রেতার হাতে চাবি হস্তান্তরের বিশেষ উপস্থাপনার পাশাপাশি, অনন্য উন্মোচন অনুষ্ঠানটি উপভোগ করেন।

 

এ বিষয়ে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, “বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। এটি প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্ভাবনের সংযোগস্থল, যা উন্নত পারফরম্যান্স, জ্বালানি দক্ষতা ও পরিবেশের ওপর সর্বনিম্ন প্রভাব নিশ্চিত করে। এই গাড়ির উন্মোচন অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে বিওয়াইডির অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন।”

 

বিওয়াইডি সিলায়ন ৬ এর ‘ওশান অ্যাস্থেটিক্স’-অনুপ্রাণিত নকশা, বিওয়াইডি-এর নিজস্ব ব্লেড ব্যাটারি ও এই খাতের অন্যতম দক্ষ প্রযুক্তির জন্য অনন্য। এর নান্দনিক ডিজাইন ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। গাড়িটিতে ৬০ লিটার ফুয়েল ট্যাঙ্ক ও ১৮.২ কিলোওয়াট ব্যাটারি রয়েছে, যা সম্মিলিতভাবে ১০৯২ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ বা তারও বেশি প্রদান করতে সক্ষম। এর জিয়াওইয়ুন ১.৫ লিটারের উচ্চ-দক্ষতাসম্পন্ন ইঞ্জিনের মাধ্যমে মাত্র ৮.৫ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি অর্জন করা সম্ভব, যা গাড়িপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিশ্চিত করবে। এছাড়াও এডিএএস, ৩৬০° এইচডি ক্যামেরা ও ৬টি এয়ারব্যাগের মতো উন্নত নিরাপত্তা প্রযুক্তি গাড়িটিকে আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য করে তুলেছে।

 

গাড়ির ভেতরে বিলাসবহুল অভিজ্ঞতা নিশ্চিত করতে রয়েছে – ১৫.৬ ইঞ্চির স্মার্ট রোটেটিং টাচস্ক্রিন, ১০ স্পিকারের ইনফিনিটি প্রিমিয়াম অডিও সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও প্যানোরামিক সানরুফ। সিলায়ন ৬ হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডিলান ব্ল্যাক ও স্টোন গ্রে, এই চারটি অনন্য রঙে পাওয়া যাচ্ছে। এটি ইকো, নরমাল ও স্পোর্ট, এই তিনটি ড্রাইভিং মোডে চালানো যাবে। অনবদ্য এ সমস্ত ফিচারের পাশাপাশি, একই প্রাইস রেঞ্জের অন্যান্য গাড়ির তুলনায় এই বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভিটি সবচেয়ে সেরা বাছাই হবে।

 

প্রথম ২০০ গ্রাহকের জন্য বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি’র খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৩.৯ লাখ টাকা। বাজারের অন্যান্য প্রতিযোগীর তুলনায় বিওয়াইডি সিলায়ন ৬ একই ক্যাটাগরির গাড়ির ক্ষেত্রে অনন্য মাত্রা যোগ করেছে। সর্বাধুনিক সব ফিচারের পাশাপাশি, অনবদ্য ওয়ারেন্টি সুবিধা নিয়ে এসেছে এই গাড়ি; এর মধ্যে রয়েছে ট্র্যাকশন ব্যাটারির জন্য ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার (যেটি আগে আসে) এবং ড্রাইভ ইউনিটের জন্য ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। অন্যান্য প্রধান যন্ত্রাংশের জন্য ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। ফিল্টার, ব্রেক প্যাড, টায়ার ও অন্যান্য উপকরণের জন্য ৬ মাস বা ৫,০০০ কিলোমিটার ওয়ারেন্টি সুবিধা। এ সমস্ত ওয়ারেন্টি সুবিধা বিওয়াইডি সিলায়ন ৬-কে বাজারের অন্যান্য গাড়ির তুলনায় আরও বেশি অনন্য করে তুলেছে।

 

এই সফল উন্মোচনের মাধ্যমে বিওয়াইডি বাংলাদেশে তাদের অবস্থান আরও শক্তিশালী করল; যা আগামীতে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর গাড়ির সম্ভাবনাকে বাস্তবে হাজির করবে। বিওয়াইডি সিলায়ন ৬ এখন টেস্ট ড্রাইভ করা যাচ্ছে। টেস্ট ড্রাইভ বুক করতে ভিজিট করুন: https://bydauto.com.bd/book-test-drive অথবা গাড়িটি বুক করতে ভিসিট করুনঃ https://forms.gle/L5dGiotAsNzaDPPn8

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

» মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা

» সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: আমিনুল হক

» ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে: শিবির সভাপতি

» পদত্যাগ নিয়ে গুঞ্জন, যা বললেন উপদেষ্টা নাহিদ

» জাতীয় স্বার্থে অবিলম্বে নির্বাচন দিন: নজরুল ইসলাম খান

» মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল : বাবর

» রুশ বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুতিনের

» দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই : ধর্ম উপদেষ্টা

» অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৫৮৫

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশে উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬

গাড়িপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দক্ষতা ও উদ্ভাবন সহ আরও অনেক কিছু

[ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫] বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিওয়াইডি বিলাসবহুল গাড়ির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে তাদের সিলায়ন লাইনআপের নতুন গাড়ি বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে নিয়ে এসেছে। উন্নত ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি হিসেবে এই বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশের অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।

 

এ উপলক্ষে আজ (২৩ ফেব্রুয়ারি) ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি শোরুমে এক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজনে অন্যন্য অতিথিদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এসময় অতিথিরা বিওয়াইডি সিলায়ন ৬-এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান; এবং প্রথম ক্রেতার হাতে চাবি হস্তান্তরের বিশেষ উপস্থাপনার পাশাপাশি, অনন্য উন্মোচন অনুষ্ঠানটি উপভোগ করেন।

 

এ বিষয়ে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, “বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। এটি প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্ভাবনের সংযোগস্থল, যা উন্নত পারফরম্যান্স, জ্বালানি দক্ষতা ও পরিবেশের ওপর সর্বনিম্ন প্রভাব নিশ্চিত করে। এই গাড়ির উন্মোচন অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে বিওয়াইডির অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন।”

 

বিওয়াইডি সিলায়ন ৬ এর ‘ওশান অ্যাস্থেটিক্স’-অনুপ্রাণিত নকশা, বিওয়াইডি-এর নিজস্ব ব্লেড ব্যাটারি ও এই খাতের অন্যতম দক্ষ প্রযুক্তির জন্য অনন্য। এর নান্দনিক ডিজাইন ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। গাড়িটিতে ৬০ লিটার ফুয়েল ট্যাঙ্ক ও ১৮.২ কিলোওয়াট ব্যাটারি রয়েছে, যা সম্মিলিতভাবে ১০৯২ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ বা তারও বেশি প্রদান করতে সক্ষম। এর জিয়াওইয়ুন ১.৫ লিটারের উচ্চ-দক্ষতাসম্পন্ন ইঞ্জিনের মাধ্যমে মাত্র ৮.৫ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি অর্জন করা সম্ভব, যা গাড়িপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিশ্চিত করবে। এছাড়াও এডিএএস, ৩৬০° এইচডি ক্যামেরা ও ৬টি এয়ারব্যাগের মতো উন্নত নিরাপত্তা প্রযুক্তি গাড়িটিকে আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য করে তুলেছে।

 

গাড়ির ভেতরে বিলাসবহুল অভিজ্ঞতা নিশ্চিত করতে রয়েছে – ১৫.৬ ইঞ্চির স্মার্ট রোটেটিং টাচস্ক্রিন, ১০ স্পিকারের ইনফিনিটি প্রিমিয়াম অডিও সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও প্যানোরামিক সানরুফ। সিলায়ন ৬ হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডিলান ব্ল্যাক ও স্টোন গ্রে, এই চারটি অনন্য রঙে পাওয়া যাচ্ছে। এটি ইকো, নরমাল ও স্পোর্ট, এই তিনটি ড্রাইভিং মোডে চালানো যাবে। অনবদ্য এ সমস্ত ফিচারের পাশাপাশি, একই প্রাইস রেঞ্জের অন্যান্য গাড়ির তুলনায় এই বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভিটি সবচেয়ে সেরা বাছাই হবে।

 

প্রথম ২০০ গ্রাহকের জন্য বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি’র খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৩.৯ লাখ টাকা। বাজারের অন্যান্য প্রতিযোগীর তুলনায় বিওয়াইডি সিলায়ন ৬ একই ক্যাটাগরির গাড়ির ক্ষেত্রে অনন্য মাত্রা যোগ করেছে। সর্বাধুনিক সব ফিচারের পাশাপাশি, অনবদ্য ওয়ারেন্টি সুবিধা নিয়ে এসেছে এই গাড়ি; এর মধ্যে রয়েছে ট্র্যাকশন ব্যাটারির জন্য ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার (যেটি আগে আসে) এবং ড্রাইভ ইউনিটের জন্য ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। অন্যান্য প্রধান যন্ত্রাংশের জন্য ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। ফিল্টার, ব্রেক প্যাড, টায়ার ও অন্যান্য উপকরণের জন্য ৬ মাস বা ৫,০০০ কিলোমিটার ওয়ারেন্টি সুবিধা। এ সমস্ত ওয়ারেন্টি সুবিধা বিওয়াইডি সিলায়ন ৬-কে বাজারের অন্যান্য গাড়ির তুলনায় আরও বেশি অনন্য করে তুলেছে।

 

এই সফল উন্মোচনের মাধ্যমে বিওয়াইডি বাংলাদেশে তাদের অবস্থান আরও শক্তিশালী করল; যা আগামীতে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর গাড়ির সম্ভাবনাকে বাস্তবে হাজির করবে। বিওয়াইডি সিলায়ন ৬ এখন টেস্ট ড্রাইভ করা যাচ্ছে। টেস্ট ড্রাইভ বুক করতে ভিজিট করুন: https://bydauto.com.bd/book-test-drive অথবা গাড়িটি বুক করতে ভিসিট করুনঃ https://forms.gle/L5dGiotAsNzaDPPn8

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com