স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কামাল বেপারীর বড় ভাই জালাল বেপারীর ছেলে সুমন বেপারীর সঙ্গে পার্শ্ববর্তী লালপুর উপজেলার গোধরা গ্রামের নজির উদ্দিনের মেয়ের বিয়ে হয়। রোববার কনেকে তুলে আনা উপলক্ষে রাত ১১টার দিকে সাউন্ডবক্সে উচ্চ আওয়াজে গান বাজিয়ে আনন্দ করছিলো বরের পরিবারের লোকজন। এসময় প্রতিবেশী মৃত আকু বেপারীর তিন ছেলে সামসুল বেপারী (৪২), শাজাহান বেপারী (৫০) ও শাহাদত বেপারী (৫৫) রাগান্বিত হয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশী ওই তিন ভাইয়ের কিল ঘুসি ও লাথিতে কামাল ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর অভিযুক্ত তিন ভাই এলাকা ছেড়ে পালিয়েছেন।