সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় নিউইয়র্কে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নিউইয়র্ক সিটির কুইন্স, ব্রুকলীন, ব্রঙ্কসের বেশ কয়েকটি স্থানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে প্রবাসীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
কুইন্সের উডসাইডে তিব্বতিয়া মিলনায়তনে অর্ধ শতাধিক সংগঠনের প্রতিনিধিরা সুশৃঙ্খলভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। চার্চ-ম্যাকডোনাল্ডে বাংলাদেশি বাণিজ্যিক পাড়ায় স্থাপিত শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় জেবিবিএ এবং ব্রুকলীনের চার্চ ম্যাকডোনান্ডে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারেও প্রবাসীদের ঢল নেমেছিল মধ্যরাতে। একুশের গান পরিবেশন ছাড়াও দিবসটির প্রেক্ষাপট আলোচনা এবং একুশের চেতনায় সব প্রবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
জ্যামাইকাস্থ অ্যল কাউন্টি হেলথ কেয়ার গ্রুপ মিলনায়তনে সংস্থাটির উদ্যোগে ভাষা দিবস স্মরণের অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সংস্থার প্রধান আব্দুল কাদের শিশিরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা গিয়াস আহমেদ।
সবচেয়ে বড় আয়োজনগুলো ছিল বাংলাদেশ সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জেবিবিএ, একাত্তরের প্রহরি নামের সংগঠনের ব্যানারে।
সূএ: বাংলাদেশ প্রতিদিন