বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বনপাড়া পৌরসভাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । ওই সময় সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন।
এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি কমিশনার ভূমি ও বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাদি হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড: মোঃ আব্দুল কাদের, উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান, বড়াইগ্রাম থানার তদন্ত অফিসার মাহবুব হোসেন, বড়াইগ্রাম উপজেলার বিএনপি’র সাবেক সদস্য সচিব জোয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আকবর আলী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক প্রফেসর সাজদার রহমান, ও আব্দুস সালাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা প্রমুখ। এছাড়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, তারুণ্যের অহংকার ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Facebook Comments Box