অনলাইন ডেস্ক : চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় মোহাম্মদ হাসান রুস্তম (৪০) নামে এক যুবলীগ কর্মীকে এলাপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি নোয়াপাড়া ২ নম্বর ওয়ার্ডের চৌধুরী হাট এলাকার আহমদ হোসেন মেম্বার বাড়ি বজল আহমদের ছেলে। হাসান যুবলীগ নেতা ও নোয়াপাড়ার সেকান্দর মেম্বারের সহযোগী।
সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে হাসান আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার রাতে তিনি বাড়িতে আসেন। বুধবার রাতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এলাপাথাড়ি কুপিয়ে বাড়ির অদূরে পলোয়ানপাড়া এলাকায় ফেলে যায়। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথেরহাটের কসমিক হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের স্ত্রী ঝিনু আকতার জানান, একদল মুখোশধারী লোক দরজা ভেঙে ঘরে ঢুকে হাসানকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। রাতে খবর পেয়ে পলোয়ান পাড়া এলাকায় গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, কয়েকটি সূত্রে খবর পেয়েছি হাসান নামের এক লোককে বেধমভাবে মারধর করা হয়েছে। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।