ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বনশ্রীতে দুর্বৃত্তদের গুলিতে জুয়েল সরদার (৪০) নামে থানা শ্রমিক দলের এক নেতা আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে বনশ্রী এ-ব্লক, কাঁচাবাজারের পাশে ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। গুলি তার ডান উরুতে বিদ্ধ হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহত জুয়েল জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মহসিন জানিয়েছেন, তারা বনশ্রী এ-ব্লকের কাঁচাবাজারের পাশে বসে থাকা অবস্থায় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত কয়েকজন এসে জনৈক হিমেল নামে একজনকে খোঁজ করেন। তখন তারা বলেন, “আমরা চিনি না।
কিছু বুঝে ওঠার আগেই তারা জুয়েলের ডান উরুতে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, “জুয়েল রামপুরা থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। তবে কারা, কেন তাকে গুলি করেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।