সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে যে অপকর্ম করেছে তার কোনো ক্ষমা হবে না, তাদের বিচার করা হবে। আওয়ামী লীগ লুটপাট করেছে, গুম-খুন করেছে, নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দেশের মানুষকে জিম্মি করে একদলীয় শাসন কায়েম করেছে। এ জন্য বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, জনরোষে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগঞ্জ জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে এ্যানি আরও বলেন, বিএনপির রাজনীতি যারা করবেন তাদেরকে সতর্ক থাকতে হবে। দলের মধ্যে কেউ অপকর্ম করলে ক্ষমা পাবেন না। এটা সবাইকে মানতে হবে। কারণ আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র জি কে গউছের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাম্মী আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সুজাত মিয়া, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক প্রমুখ।