সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ৯৭ বোতল ফেনসিডিলসহ লতিফা বেগম (৪২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৩টার দিকে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মো: মহিবুল ইসলাম’র নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার আব্দুলাপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি ওই গ্রামের সিদ্দিকুর রহমান বেপারী স্ত্রী।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মো: মহিবুল ইসলাম জানান- গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লফিতা বেগমের বসত ঘরের আলমারীর ভীতর থেকে ৯৭ পিছ ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে।