ফাইল ফটো
অনলাইন ডেস্ক : বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে তিন মুসল্লি মারা গেলেন।
মারা যাওয়া মুসল্লিরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া থানা সদরের মৃত এলেম শেখের ছেলে আব্দুল আজিজ শেখ (৬২) ও বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পন্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫)। এর আগে মারা যান খুলনা জেলা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে দিদার তরফদার (৫৫)।
শুক্রবার রাতে আব্দুল আজিজ শেখ ও নাজমুল হোসেন মারা যায়।
জানা যায়, বিশ্ব ইজতেমার ২৭নং খিত্তার মুসল্লি আব্দুল আজিজ শেখ শুক্রবার রাত সাড়ে ১০টায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তার সঙ্গের মুসল্লিরা আব্দুল আজিজ শেখকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। একই কারণে ৭২নং খিত্তার মুসল্লি নাজমুল হোসেন রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।