ফাইল ফটো
অনলাইন ডেস্ক : ভাঙ্গায় মাহিন্দ্র ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রচালকসহ তিনজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট থেকে সবজি বোঝাই মাহিন্দ্র ও ঢাকা থেকে বরিশালগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাহিন্দ্র চালক ও মাহিন্দ্রতে থাকা দুই সবজি ব্যবসায়ী গুরুতর আহত হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আবু ছালেহ ছামি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। প্রাইভেটকার ও মাহিন্দ্র জব্দ করা হয়েছে। প্রাইভেটকারের চালক পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।