সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কানাডার টরন্টোয় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে ইউনিভার্সিটি অব টরন্টো, টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও ইয়র্ক ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। তিনটি বিশ্ববিদ্যালয়ের চারটি ক্যাম্পাসের বাংলাদেশি ছাত্রসংসদের ৩১ জন শিক্ষার্থী এ সভায় অংশগ্রহণ করেন।
তারুণ্যের উৎসব আয়োজনের অংশ হিসেবে কনসাল জেনারেল মো. ফারুক হোসেন ছাত্রছাত্রীদের কনস্যুলেট জেনারেলে স্বাগত জানান এবং কানাডায় বাংলাদেশি ছাত্রছাত্রীদের লেখাপড়ার খোঁজখবর নেন।
তিনি তাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে নিজেদের যথাযথভাবে গড়ে তোলার জন্য উৎসাহ প্রদান করেন। ছাত্রছাত্রীদের কনস্যুলার সেবা ছাড়াও অন্য যেকোনও বিষয়ে বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টো কর্তৃক প্রথমবারের মতো বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করায় ছাত্রছাত্রীরা কনসাল জেনারেলকে ধন্যবাদ জানান।
সূূএ :বাংলাদেশ প্রতিদিন