আসিফ নজরুল বলেন, আমরা এমন একটা চ্যালেঞ্জিং সময়ে বাস করছি যেই সময় বাংলাদেশের ইতিহাসে কখনো আসে নাই। পৃথিবীর বহু জাতির ইতিহাসে কখনোই আসে নাই। কারণ আমরা জাস্ট কয়েক সপ্তাহের মধ্যে অন্তত এক সহস্র মানুষকে হত্যা করতে দেখেছি। হাজার হাজার তরুণ ছাত্রের অঙ্গহানির ঘটনা দেখেছি। আমরা নিশ্চয়ই সবাই অনেক ফুটেজ দেখেছেন। দেখলে মনে হয় যেন একটা গাঁজা স্ট্রিপের মধ্যে ইসরাইলি বাহিনী হত্যঅ করছে এভাবে। একজন একজনকে ইনস্ট্রাকশন দিচ্ছে, মনে হচ্ছে ভিডিও গেম খেলা হচ্ছে। আমরা উচ্চ আদালতকে সরাসরি রাজনৈতিক বক্তব্য দিতে দেখেছি।
তিনি আরও বলেন, এরকম একটা অদ্ভূত-বিষাক্ত সময় আমরা আর কখনো দেখি নি। আমরা যে দায়িত্বটা নিয়েছি সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আমরা ধ্বংসস্তুপের মধ্যে দাড়িয়ে কাজ করছি।