সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সোমবার জাতিসংঘ জানিয়েছে, সুদানের উত্তর দারফুর রাজ্যের একটি গ্রাম থেকে হাজার হাজার পরিবার পালিয়ে গেছে। দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলার কারণেই এলাকা ছাড়েন তারা।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, শুক্রবার এবং শনিবার রাজ্যের রাজধানী এল-ফাশারের দক্ষিণে সালোমা গ্রাম এবং আশেপাশের এলাকা থেকে আনুমানিক আট হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
নাগরিক সমাজ গোষ্ঠী দারফুর জেনারেল কোঅর্ডিনেশন অফ ক্যাম্পস ফর দ্য ডিসপ্লেসড অ্যান্ড রিফিউজিসের মুখপাত্র আহমেদ রেজাল বলেছেন, আরএসএফ শুক্রবার সালোমায় আক্রমণ করেছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানী সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত আরএসএফ। এল-ফাশার ছাড়া প্রায় পুরো দারফুর দখল করে নিয়েছে এই সশস্ত্র বাহিনীটি।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে তারা এল-ফাশারের আশেপাশে আক্রমণ বাড়িয়েছে আরএসএফ। দুর্ভিক্ষপীড়িত বাস্তুচ্যুত শিবিরগুলোতেও গোলাবর্ষণ করেছে এবং সেনাবাহিনী-মিত্র মিলিশিয়াদের সাথে লড়াই করেছে।
রেজাল বলেন, সালোমায় লড়াইয়ের সময় গ্রামের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত।
জাতিসংঘ জানিয়েছে, শুধু উত্তর দারফুরে ১৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
দুর্ভিক্ষ ইতিমধ্যেই এল-ফাশারের আশেপাশের তিনটি বাস্তুচ্যুত শিবির জমজম, আবু শৌক এবং আল-সালামকে গ্রাস করেছে। আগামী মে মাসের মধ্যে এই দুর্ভিক্ষ এল-ফাশারসহ আরও পাঁচটি এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র: এএফপি