জন্মদিনে জানুন আমির খানের কিছু জানা-অজানা তথ্য

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের আজ জন্মদিন। ৫৮ বছরে পা দিলেন ‘রাজা হিন্দুস্থানি’ তারকা। ১৯৬৫ সালের ১৪ মার্চ তার জন্ম হয়েছিল মুম্বাইয়ের এ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। আমির খানের বাবার নাম তাহির হোসেন, মা জিনাত হোসেন।

 

হিন্দি সিনেমার জীবন্ত কিংবদন্তি এই নায়কের জন্মদিনে জেনে নিন তার সম্পর্কে এমন কিছু তথ্য, যার কোনোটা হয়ত সবার জানা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। চলুন তবে জেনে আসি মিস্টার পারফেকশনিস্টের ক্যারিয়ারের কিছু জানা-অজানা দিক-

 

. ‘পিকে’ তারকার পুরো নাম ‘মোহাম্মদ আমির হোসেইন খান’। ১৯৮৪ সালে প্রথম ছবি ‘হোলি’তে একমাত্র ক্রেডিট লাইনে তার পুরো নাম ব্যবহার করা হয়। এরপর আর কোনো ছবিতে পুরো নাম দেখা যায়নি, শুধু আমির খান লেখা হয়।

 

. যেকোনো সিনেমার চিত্রনাট্য শোনার পর আমির খান নিজেই ঠিক করেন তিনি কোন চরিত্রটিতে অভিনয় করবেন। যে চরিত্রে তিনি নিজে খুঁজে পান, সেটিতেই তিনি অভিনয় করেন। পরিচালক বা প্রযোজক কখনো তার চরিত্র ঠিক করে দিতে পারেন না।

 

. আমির খানের ক্যারিয়ারের অন্যতম হিট ছবি ‘রাজা হিন্দুস্থানি’। এই ছবির ‘তেরে ইশক মে নাচেঙ্গে’ গানে মাতাল অবস্থায় নাচতে এক লিটার ভোদকা তিনি সাবাড় করে দিয়েছিলেন। যদিও বাস্তবে তার কোনো পানীয়র নেশা ছিল না।

 

. দর্শক শুধু প্রাপ্ত বয়স্ক আমির খানকে পর্দায় দেখলেও ১৯৭৩ সালে মাত্র ৮ বছর বয়সে চাচা নাসির হোসেনের ছবি ‘ইয়াদো কা বারা’তে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। এরপর ‘মঞ্জিল মঞ্জিল’ এবং ‘জবরদস্ত’ ছবি দুটিতে চাচার সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।

 

. নয়ের দশকে সালমান খানের ‘হাম আপকে হ্যায় কৌন’ এবং শাহরুখের খানের ‘স্বদেশ’ ও ‘ডর’-এর জন্য পরিচালক-প্রযোজকের প্রথম পছন্দ ছিলেন আমির খান। তিনি না করায় ছবি তিনটির কাজ যায় শাহরুখ-সালমানদের হাতে।

 

. আমির খান শুধু অভিনেতাই নন, ‘রং দে বাসন্তী’, ‘দঙ্গল’, ‘তারে জামানি পার’সহ বেশ কযেকটি ছবিতে তিনি গানও গেয়েছেন। এছাড়া একাধিক ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। বর্তমানে তো সমানে করছেন প্রযোজনা।

 

. ২০০২ সালে প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি ঘটলে একাকিত্বে ভোগেন আমির। টানা ১৮ মাস নিজেকে একপ্রকার গৃহবন্দী করে রাখেন। তখন সালমান খান বন্ধুত্বের ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনেন আমিরকে।

 

২০০৩ সালে জীবনের একমাত্র মিউজিক ভিডিও ‘যাব ভি চুম লেতা হু’তে অভিনয়ের মধ্য দিয়ে ফিরে আসেন। ২০০৫ সালে গাঁটছড়া বাঁধেন কিরণ রাওয়ের সঙ্গে। দুজনের পরিচয় ‘লগান’ ছবির সেটে, আশুতোশ গোয়ারিকরের সহকারী হিসেবে সেখানে কাজ করেছিলেন কিরণ।

 

. কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরারের বড় ভক্ত আমির খান। এ খেলায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেছেন স্ট্যাট লেভেলে। রুবিকস কিউব মেলাতে গলদঘর্ম হতে হয় অনেককে। আমির সেটা ১০০ সেকেন্ডে মেলাতে পারেন। ছোট থাকতে তা মেলাতে একবার সময় নিয়েছেন মাত্র ২৮ সেকেন্ড!

 

. আমির খানই ভারতের প্রথম শতকোটি রুপি আয়ের ক্লাবে প্রবেশ করা ছবির নায়ক। এছাড়া তিনিই বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার অভিনেতা।

 

. ভারতের বাইরে আমির খানের সবচেয়ে বেশি জনপ্রিয়তা চীনে। বিশ্বের সবচেয়ে জনবহুল এ দেশটির মানুষের সবচেয়ে জনপ্রিয় সিনেমার তালিকায় আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ আছে ১২তম স্থানে!

 

. বিশ্ব বিনোদনে আমির খানের প্রিয় তারকা বিখ্যাত ‘টাইটানিক’ ছবির নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও। বলিউডে তার প্রিয় অভিনেতা গোবিন্দ।

 

. ভারতীয় তারকাদের মধ্যে আমির খানই সর্বপ্রথম ব্যক্তিগত ব্লগ চালু করেন, যাতে ভক্তদের আরও কাছাকাছি আসতে পারেন। এরপর অমিতাভ বচ্চনসহ অনেকেই নিজেদের ব্লগ চালু করেন।

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

» আওয়ামী লীগের শ্রমিক সমাবেশে নেতাকর্মীদের ঢল

» বঙ্গবন্ধু সব সময় বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন : খাদ্যমন্ত্রী

» ট্রাকচাপায় প্রকৌশলী নিহত

» অপহরণকারী চক্রের সদস্য সিরাজকে অস্ত্রসহ গ্রেফতার

» কেনিয়ায় বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ১৬৯

» বিশেষ অভিযান চালিয়ে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২১জন গ্রেপ্তার

» নিত্যপণ্যের উচ্চমূল্য শ্রমিক ও জনগণের জন্য অভিশাপ : ইনু

» শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না : রিজভী

» যতবার সরকারে এসেছি ততবার শ্রমিকদের মজুরি বাড়িয়েছি

উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জন্মদিনে জানুন আমির খানের কিছু জানা-অজানা তথ্য

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের আজ জন্মদিন। ৫৮ বছরে পা দিলেন ‘রাজা হিন্দুস্থানি’ তারকা। ১৯৬৫ সালের ১৪ মার্চ তার জন্ম হয়েছিল মুম্বাইয়ের এ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। আমির খানের বাবার নাম তাহির হোসেন, মা জিনাত হোসেন।

 

হিন্দি সিনেমার জীবন্ত কিংবদন্তি এই নায়কের জন্মদিনে জেনে নিন তার সম্পর্কে এমন কিছু তথ্য, যার কোনোটা হয়ত সবার জানা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। চলুন তবে জেনে আসি মিস্টার পারফেকশনিস্টের ক্যারিয়ারের কিছু জানা-অজানা দিক-

 

. ‘পিকে’ তারকার পুরো নাম ‘মোহাম্মদ আমির হোসেইন খান’। ১৯৮৪ সালে প্রথম ছবি ‘হোলি’তে একমাত্র ক্রেডিট লাইনে তার পুরো নাম ব্যবহার করা হয়। এরপর আর কোনো ছবিতে পুরো নাম দেখা যায়নি, শুধু আমির খান লেখা হয়।

 

. যেকোনো সিনেমার চিত্রনাট্য শোনার পর আমির খান নিজেই ঠিক করেন তিনি কোন চরিত্রটিতে অভিনয় করবেন। যে চরিত্রে তিনি নিজে খুঁজে পান, সেটিতেই তিনি অভিনয় করেন। পরিচালক বা প্রযোজক কখনো তার চরিত্র ঠিক করে দিতে পারেন না।

 

. আমির খানের ক্যারিয়ারের অন্যতম হিট ছবি ‘রাজা হিন্দুস্থানি’। এই ছবির ‘তেরে ইশক মে নাচেঙ্গে’ গানে মাতাল অবস্থায় নাচতে এক লিটার ভোদকা তিনি সাবাড় করে দিয়েছিলেন। যদিও বাস্তবে তার কোনো পানীয়র নেশা ছিল না।

 

. দর্শক শুধু প্রাপ্ত বয়স্ক আমির খানকে পর্দায় দেখলেও ১৯৭৩ সালে মাত্র ৮ বছর বয়সে চাচা নাসির হোসেনের ছবি ‘ইয়াদো কা বারা’তে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। এরপর ‘মঞ্জিল মঞ্জিল’ এবং ‘জবরদস্ত’ ছবি দুটিতে চাচার সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।

 

. নয়ের দশকে সালমান খানের ‘হাম আপকে হ্যায় কৌন’ এবং শাহরুখের খানের ‘স্বদেশ’ ও ‘ডর’-এর জন্য পরিচালক-প্রযোজকের প্রথম পছন্দ ছিলেন আমির খান। তিনি না করায় ছবি তিনটির কাজ যায় শাহরুখ-সালমানদের হাতে।

 

. আমির খান শুধু অভিনেতাই নন, ‘রং দে বাসন্তী’, ‘দঙ্গল’, ‘তারে জামানি পার’সহ বেশ কযেকটি ছবিতে তিনি গানও গেয়েছেন। এছাড়া একাধিক ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। বর্তমানে তো সমানে করছেন প্রযোজনা।

 

. ২০০২ সালে প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি ঘটলে একাকিত্বে ভোগেন আমির। টানা ১৮ মাস নিজেকে একপ্রকার গৃহবন্দী করে রাখেন। তখন সালমান খান বন্ধুত্বের ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনেন আমিরকে।

 

২০০৩ সালে জীবনের একমাত্র মিউজিক ভিডিও ‘যাব ভি চুম লেতা হু’তে অভিনয়ের মধ্য দিয়ে ফিরে আসেন। ২০০৫ সালে গাঁটছড়া বাঁধেন কিরণ রাওয়ের সঙ্গে। দুজনের পরিচয় ‘লগান’ ছবির সেটে, আশুতোশ গোয়ারিকরের সহকারী হিসেবে সেখানে কাজ করেছিলেন কিরণ।

 

. কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরারের বড় ভক্ত আমির খান। এ খেলায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেছেন স্ট্যাট লেভেলে। রুবিকস কিউব মেলাতে গলদঘর্ম হতে হয় অনেককে। আমির সেটা ১০০ সেকেন্ডে মেলাতে পারেন। ছোট থাকতে তা মেলাতে একবার সময় নিয়েছেন মাত্র ২৮ সেকেন্ড!

 

. আমির খানই ভারতের প্রথম শতকোটি রুপি আয়ের ক্লাবে প্রবেশ করা ছবির নায়ক। এছাড়া তিনিই বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার অভিনেতা।

 

. ভারতের বাইরে আমির খানের সবচেয়ে বেশি জনপ্রিয়তা চীনে। বিশ্বের সবচেয়ে জনবহুল এ দেশটির মানুষের সবচেয়ে জনপ্রিয় সিনেমার তালিকায় আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ আছে ১২তম স্থানে!

 

. বিশ্ব বিনোদনে আমির খানের প্রিয় তারকা বিখ্যাত ‘টাইটানিক’ ছবির নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও। বলিউডে তার প্রিয় অভিনেতা গোবিন্দ।

 

. ভারতীয় তারকাদের মধ্যে আমির খানই সর্বপ্রথম ব্যক্তিগত ব্লগ চালু করেন, যাতে ভক্তদের আরও কাছাকাছি আসতে পারেন। এরপর অমিতাভ বচ্চনসহ অনেকেই নিজেদের ব্লগ চালু করেন।

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com