রুখসানা রিমি :
উর্বর দূর্বাঘাস-
ধীরে ধীরে মরে যাওয়ার চেয়ে
তোমার আড়মোড়া দিয়ে
জেগে ওঠাই ভালো
কষ্টের শিশির বইতে বইতে
তুমিতো আজ বড়ই ক্লান্ত!
সূর্য গেছে নতুন অভিসারে
তোমার আর শৌর্যের
ফুল ফুটানো হলো না।
একটু একটু করে যে তোমার
মন ভেঙ্গেছে, স্বপ্ন করেছে
তুষের মত গুড়ো গুড়ো
তার পানে চেয়ে আর সময়ের
জলাঞ্জলি দিও না।
খুব ভোরে দেখো শিশিরবিন্দু
পথিকের নগ্ন পায়ে
ইলিশের মত চিকমিক করে
সূর্যের করুণা কি তার
মনের কষ্ট লাঘব করতে পারে?
তুমিতো জন্মেছো আজন্ম
পথের সৌন্দর্য বাড়াতে
দহন-যন্ত্রণা তোমায় কখনো
থামাতে পারে না।
Facebook Comments Box