ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল ১১:২০ মিনিটে ভাঙ্গুড়া পৌর এলাকার বড়ালব্রিজ স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রাজশাহী রেলপথের ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনের বড়ালব্রিজের পশ্চিম পাশে সকাল ১১টা ২০মিনিটের দিকে নীল সাগর এক্সপ্রেস এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।