সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :রজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ আহত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় সেখানে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের সমন্বয়ক আব্দুল্লাহ মোহিত বলেন, খবর আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তরা লুটপাট করতে যায়। তাদের থামাতে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।
এদিকে আজ শনিবার সকালে আহতদের হাসপাতালে দেখতে যান গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরিফিন। এ সময় তার সাথে ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার। তারা আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসায় সব রকম সহযোগিতার আশ্বাস দেন।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে স্থানীয়দের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার দিবাগত রাত ২টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি…।’