সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ১৯তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
এরই মধ্যে অস্ত্রবিরতি নিয়ে তিনবার বৈঠকের বসেছেন ইউক্রেন ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা। আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বৈঠক। তবে এই পর্বের বৈঠক অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি।
এই বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্বয়ং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেছেন, “প্রতিদিনই আমাদের প্রতিনিধিরা রুশ প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছেন। তাদের প্রধান কাজ হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা।” সূত্র: আল-জাজিরা