শাহনাজ পারভীন মিতা :
সমুদ্র তোমার গান শুনবো
খুব ইচ্ছে হচ্ছে মনের ভিতর,
কখনও সেই সুরে ভেসে যাবো ,
সূর্য ডুববে য়খন পৃথ্বী মনোহর ।
সেই ক্ষণে চুপি চুপি গাঙচিল
বলবে কানেকানে ফিসফিস ,
চল লাল সূর্য আবীরে স্বপ্নীল
গভীর সন্তরণে ঝিনুকের বিষ।
মুক্তোর মত তুমি কি সমুজ্জ্বল
লুকিয়ে অন্তরে বিষের সমুদ্দুর,
উড়ছো আর ডুবছো ঢেঊ অতল
মাখছো দুচোখে প্রেমের রোদ্দুর।
নীলজল ঢেউ তুমি ডুবে মরো
বালুচরে শুধু প্রেমের সমাধি গড়ো ।